ফের অশান্তি, ঐশ্বরিয়াকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক!
টুইট ডেস্ক : দীর্ঘদিন এক ছাদের নিচে আছেন অভিষেক-ঐশ্বরিয়া। এ দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধ্যও এখন বেশ বড়। তবে বছরের বেশি হয়ে গেল গুঞ্জন পিছু নিয়েছে তাদের।
ভাঙনের মুখে তাদের ঘর। বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। এবার শোনা গেল সংসার বাঁচাতে মেয়ে ও ঐশ্বরিয়াকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক বচ্চন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অশান্তির জেরে নাকি স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। নিজের দাম্পত্যকে বাঁচাতে জলসা ছেড়ে নাকি অনত্র ওঠার প্ল্যান জুনিয়ার বচ্চনের।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ছ’টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। তবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি বচ্চন পরিবারের তরফ থেকে।
এর আগে বচ্চনদের বাসভবন ছেড়ে মেয়েকে নিয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়িতে ওঠার কথা চাউর হয়েছিল। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা।
এবার শোনা যাচ্ছে অশান্তি এড়িয়ে সংসার টিকিয়ে রাখতে নিজেই বাবা-মায়ের সঙ্গ ত্যাগ করছেন অভিষেক।