ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবে: দুলু

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, নাটোর: বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের অভিভাবক নারী—যিনি মা কিংবা পরিবারের দায়িত্বশীল—তার নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বরাবরই নারীদের সুযোগ-সুবিধা ও ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। অতীতে কোনো সরকার যে সুযোগ দেয়নি, ভবিষ্যতে বিএনপি সরকার সেই সুযোগ নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ও সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।