সারা দেশে ছয় দফা দাবিতে বিক্ষোভে নামছে পলিটেকনিক শিক্ষার্থীরা

টুইট ডেস্ক: দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও দাবি বাস্তবায়নের সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায়, শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর সারাদেশে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আন্দোলনকারী প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো লিখিত প্রতিশ্রুতি বা প্রমাণ দেখানো হয়নি। শুধু মৌখিকভাবে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। “এই ধরনের আশ্বাসে আমরা আন্দোলন বন্ধ করব না,” বলেন তিনি।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও কারিগরি বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা এটিকে ‘নাটকীয় ও অপ্রস্তুত বৈঠক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিকে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলে তাদের সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, “আমরা নাটকীয় বৈঠক প্রত্যাখ্যান করেছি। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়নে বাধ্য করা হবে।”

এর আগে বুধবার দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা, যার ফলে বিভিন্ন এলাকায় চরম যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। যদিও বৃহস্পতিবারের রেল অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়, আলোচনার আশায়।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন-দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিও নেওয়া হবে।