এসএসসি দ্বিতীয় দিনে ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

টুইট ডেস্ক : ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ১৫ এপ্রিল অসদুপায়ের কারণে ১৮ জন পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৮,৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা শেষে এ তথ্য জানায়।

প্রথম দিনেও ২৬,৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওই দিন কোনো পরিদর্শক বহিষ্কার হয়নি, ২২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিল। এবারকার পরীক্ষায় ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম রয়েছে। ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং ৩ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ছিলেন। আর ৮৩ জন বহিষ্কৃত পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ডের, ৩১ জন সাধারণ শিক্ষা বোর্ডের এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ছিলেন।