আর্থিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখার নির্দেশ: বিদ্যুৎ সাশ্রয়ে বিবি’র উদ্যোগ
টুইট ডেস্ক: দেশজুড়ে বিদ্যুৎচাপ মোকাবিলায় সরকারি উদ্যোগের ধারাবাহিকতায় এবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২১ এপ্রিল), বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (DFIM) থেকে জারিকৃত এ সার্কুলারে বলা হয়, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে নির্ধারণ করলে জাতীয় গ্রিডে চাপ কিছুটা কমবে এবং বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩’-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে।
এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সরকারি অফিস, আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংক সেই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল দেশের সব তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ও বাণিজ্যিক ব্যাংক গুলোকেও একই ধরনের নির্দেশনা দেয়।
সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনার আওতায় আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ জ্বালানি খাতে সাশ্রয়, পরিবেশগত ভারসাম্য এবং টেকসই বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু সরকারি নির্দেশনা নয়, এই উদ্যোগে প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব জবাবদিহিতা ও সচেতনতা জড়িত থাকা জরুরি, যাতে জাতীয়ভাবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় অর্জন করা যায়।