শান্ত-মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে লাঞ্চে বাংলাদেশ
টুইট ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের শুরুটা প্রত্যাশিত হয়নি। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো সূচনা করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
প্রথম সেশনের শেষ পর্যন্ত ২ উইকেটে ৮৪ রান তুলে লাঞ্চে গেছে বাংলাদেশ। শান্ত ৩০ ও মুমিনুল ২১ রানে অপরাজিত রয়েছেন। তাঁদের জুটি এরই মধ্যে পেরিয়ে গেছে ফিফটির মাইলফলক।
শুরুতে দেখা যায় সতর্ক ব্যাটিং। জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাবার প্রথম স্পেলে খুব বেশি চাপ তৈরি করতে পারেননি। প্রথম ৮ ওভারে আসে ২৪ রান। তবে নবম ওভারে আক্রমণে আসা ভিক্টর নিয়াউচি দুই ওপেনারকেই ফেরান দ্রুত সময়ে।
সাদমান ২৩ বলে ১২ রান করে গালিতে ক্যাচ তুলে দেন, আর জয় ১৪ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন। মাত্র ১ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।
এরপর ব্যাটিংয়ে নামা শান্ত-মুমিনুল জুটি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলান। যদিও একবার জীবন পেয়েছেন মুমিনুল—গ্লাভস ছুঁয়ে ক্যাচ উঠলেও সেটি ধরতে পারেননি উইকেটকিপার। ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিয়ে দুই ব্যাটার বাউন্ডারির সাহায্যে চাপ কাটানোর চেষ্টা করেন।
প্রথম সেশনে বড় কোনো বিপর্যয় ছাড়াই এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে এই জুটির কাছ থেকে আরও বড় ইনিংসের আশা করছে দল।