গাজার দুর্দশার সঙ্গে যিশু খ্রিস্টের কষ্টের তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

টুইট ডেস্ক: গাজার ওপর ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকার মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফিলিস্তিনিদের পরিস্থিতিকে যিশু খ্রিস্টের কষ্টের সাথে তুলনা করেছেন। গত ১৮ মাস ধরে চলা এই ইসরায়েলি হামলায় ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এবং গাজা অবরুদ্ধ থাকায় বিশাল সংখ্যক মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো গাজার ওপর ইসরায়েলি হামলাকে “রক্তাক্ত গণহত্যা” বলে আখ্যায়িত করেছেন এবং ফিলিস্তিনিদের বর্তমান দুর্দশাকে যিশু খ্রিস্টের প্যাশন ও মৃত্যুর কষ্টের সঙ্গে তুলনা করেছেন।

পেত্রো তার এক পোস্টে লেখেন, “যিশুর প্যাশন ও মৃত্যুর এই সময়, আসুন আমরা ফিলিস্তিনিদের কথা স্মরণ করি—যে দেশ থেকে তিনি এসেছিলেন এবং যাদের আজ এক রক্তাক্ত গণহত্যার শিকার হতে হচ্ছে।”

এটি ছিল খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ “হোলি উইক”-এর সময়ে দেওয়া তার বক্তব্য। তিনি তার পোস্টে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়ার অবস্থা তুলে ধরেন, যিনি ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

পেত্রো আগে থেকে গাজার ওপর ইসরায়েলি সামরিক অভিযানকে যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করেছেন এবং তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন জানিয়ে এসেছেন।

ইসরায়েল সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, এবং বলছে তারা হামাসের সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, সাধারণ নাগরিক বা চিকিৎসাকর্মীদের টার্গেট করছে না।