ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

টুইট ডেস্ক: আজ থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতি সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএমবি আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় বিষয়ক সেমিনারে এ তথ্য জানান আইএসপিএবি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক।

তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। এ ছাড়া যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।

আইএসপিএবি সভাপতি বলেন, “আজ থেকে আমরা ৫ এমবিপিএস প্যাকেজটা রাখবো না, এটা ১০ এমবিপিএস। আমাদের কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা ২০ এমবিপিএস-এ উন্নীত করে দিব।”

বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবি জানিয়েছেন তারা। নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশাল অবলিগেশন ফান্ড এসওএফ তিন বছরের জন্য স্থগিতের আহ্বান জানায় আইএসপি ব্যবসায়ীরা।

তারা বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়ম কানুন সহজ করা প্রয়োজন।

এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।