কঙ্গোতে নৌকাডুবি ও আ’গুনে নি(হত) ১৪৮, শতাধিক আহত

টুইট ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় ভয়াবহ আগুন লেগে তা ডুবে গিয়ে অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কঙ্গো নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আগুন লাগার সময় নৌকাটিতে নারী ও শিশুসহ ৫০০-এরও বেশি যাত্রী ছিলেন। পুলিশ এবং উদ্ধারকারী দলের কর্মকর্তাদের মতে, ‘এইচ বি কঙ্গোলো’ নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে চলছিল। এমবানদাকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে নৌকাটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা ডুবে যায়।

কঙ্গো নদী পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নৌকার ডেকে রান্নার কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এই ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় ১০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তাদের মধ্যে অনেকেই আগুনে দগ্ধ। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

কঙ্গোতে নৌকাডুবি একটি বিরল ঘটনা নয়। দেশটির গণপরিবহনে ব্যবহৃত নৌকাগুলোর অধিকাংশই পুরনো এবং ত্রুটিপূর্ণ। এমনকি, মাঝে মাঝে নৌকায় যাত্রীদের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রীও উঠানো হয়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

এটি কঙ্গোতে একাধিক নৌকাডুবির ঘটনা, যেমন ২০২৪ সালে কিভু হ্রদে একটি নৌকাডুবিতে ৭৮ জনের মৃত্যু হয় এবং ডিসেম্বরে পশ্চিমাঞ্চলে আরেকটি নৌকাডুবিতে ২২ জন নিহত হন।