দু(র্ঘটনা)র পর ১০ কিলোমিটার চালালেন বাস চালক

টুইট ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত হলেও, চালক দুর্ঘটনার পরও বাস না থামিয়ে ১০ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে।

ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি প্রথমে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। তার পর পরই বাসটি একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দেয় এবং বাসটির ছাদ উড়ে যায়। এরপরও চালক যাত্রীদের সতর্কবার্তা উপেক্ষা করে বাসটি চালিয়ে যেতে থাকে। আহত যাত্রীদের চিৎকার শোনার পর স্থানীয় জনতা বাসটি আটকিয়ে দেয়।

এ ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চালক এবং তার সহকারী দুজনই পালিয়ে যায়।