ট্রাম্পকে সফরের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের
টুইট ডেস্ক: রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তিচুক্তির আগে ইউক্রেন সফরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প যেন সমঝোতার আগে যুদ্ধের বাস্তবতা স্বচক্ষে দেখে যান।
তিনি বলেন, “চুক্তির আগে অনুগ্রহ করে এখানে এসে দেখে যান-এখানকার মানুষ, শিশু, যোদ্ধা, হাসপাতাল, গির্জা-যারা নিহত হয়েছেন বা ধ্বংসের শিকার হয়েছেন।”
সাক্ষাৎকারটি প্রচারের আগেই ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৮৪ জন আহত হন, যাদের মধ্যে সাতজন শিশু। ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপ ও ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকার ভয়াবহ চিত্র উঠে আসে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন।
এদিকে ট্রাম্প শুরু থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে সোচ্চার। হোয়াইট হাউসে ফিরে এসে তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলগকে এ বিষয়ে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। সুমি হামলার পর কেলগ বলেন, “এটি শিষ্টাচারের যেকোনো সীমা অতিক্রম করেছে।”
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু প্রাণহানি হয়েছে, যার অধিকাংশই সেনাসদস্য।