“দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে”: প্রেস সচিব

টুইট ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে আছি।”

সোমবার (১৪ এপ্রিল) সকালে আয়োজনে অংশ নিয়ে তিনি বলেন, “যেটুকু অশুভ রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে। এবার আমরা নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক আনন্দমেলায় পরিণত হয়েছে, যেখানে সবাই মিলিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই বাংলাদেশে কেউ কষ্টে না থাকুক। সবাই যেন উৎসব আর উন্নয়নের ছোঁয়ায় থাকেন। দেশ এগিয়ে যাক আরও নতুন সম্ভাবনার পথে।”

এবারের বর্ষবরণে ছিল ভিন্নমাত্রার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। গ্রামীণ জীবন, প্রকৃতিনির্ভর সংগ্রাম, পাপেট, মুখোশ, বাঁশের বাঘ-পাখি-মাছ ইত্যাদি নানা শিল্পকর্মে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও প্রতিরোধের প্রতিচ্ছবি।

বিশেষ চমক ছিল “ফ্যাসিস্টের মুখাবয়ব” মোটিফ-যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এ নিয়ে শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!” — যা ব্যতিক্রমী প্রতীকী বার্তাও বয়ে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা।