ভারত থেকে পাঁচটি বিমানে আইফোন উড়িয়ে নিল অ্যাপল
টুইট ডেস্ক: ভারতের কারখানায় তৈরি আইফোন ও অন্যান্য পণ্য আমেরিকায় পৌঁছে দিতে পাঁচটি বিশেষ বিমান ব্যবহার করল অ্যাপল। মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যে এই পণ্যবোঝাই বিমানগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ এপ্রিল থেকে যে ১০ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছেন, তা এড়াতেই অ্যাপল এই জরুরি উদ্যোগ নিয়েছে। শুধু ভারতই নয়, চীনের উৎপাদন ইউনিট থেকেও একই উদ্দেশ্যে পণ্য পাঠানো হয়েছে আমেরিকায়।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ অ্যাপলের সরবরাহ শৃঙ্খলা রক্ষায় তাৎক্ষণিক সহায়তা করবে। তবে পণ্যের দাম নিয়ে সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তা থাকলেও অ্যাপল সূত্রে জানা গেছে, আপাতত ভারতসহ অন্যান্য বাজারে মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই।
এছাড়া নতুন শুল্ক ব্যবস্থার প্রভাব এবং বিভিন্ন দেশ থেকে আমদানির খরচ সংস্থার সামগ্রিক ব্যবসায়িক কৌশলে কী প্রভাব ফেলবে, তাও খতিয়ে দেখছে অ্যাপল।