সন্তানকে নিষ্ঠুরভাবে ভিডিওতে যুক্ত করার অভিযোগ: শারমীন শিলার বিরুদ্ধে মামলা
টুইট ডেস্ক: সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে নিজের সন্তানদের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের অভিযোগে শারমীন শিলা, যিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিশু আইন অনুযায়ী আশুলিয়া থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শারমীন শিলা, যিনি একজন বিউটিশিয়ান এবং মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করেন, তিনি তার সন্তানদের জোর করে ক্যামেরার সামনে এনে অপমানজনক আচরণ করতেন। বিশেষ করে ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে মুখে চাপ দিয়ে এবং একটি কেক জাতীয় খাবার খেতে বাধ্য করেন।
এছাড়া, এজাহারে আরও বলা হয়েছে, শারমীন শিলা তার সন্তানদেরকে জোর করে চুল কাটানো, রং করা, কানে ভারী দুল পরানো, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় মারাসহ শারীরিক কষ্ট দিয়ে ভিডিও তৈরি করতেন। এসব কাজ তিনি শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করতেন, যা শিশুদের ওপর শারীরিক ও মানসিক আঘাত সৃষ্টি করছিল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা করা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এই ঘটনাটি সমাজে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের গুরুত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরছে।