ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

টুইট ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ ও নিরাপত্তার স্বার্থে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ) এবং ৩৩(ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৮ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত মহানগরীর সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান ও ভবনের ছাদে নিম্নোক্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে—

গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি ও উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো।

আতশবাজি, ফানুস ও পটকা ক্রয়-বিক্রয় এবং ব্যবহার।

এছাড়াও, একই আইনের ২৯(১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় হিংসাত্মক কার্যক্রম প্রতিরোধে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সকল নাগরিকের সচেতনতা ও সহযোগিতা কামনা করছে।