চিকেন শর্মা খেয়ে ১২ জন হাসপাতালে
টুইট ডেস্ক : মুম্বাইয়ের গোরোগাঁও এলাকায় রাস্তার পাশে দোকানে চিকেন শর্মা খেয়ে অসুস্থ হয়ে অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়া থেকে এমনটি হতে পারে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুই দিনে অসুস্থ হয়ে অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত শুক্রবার গোরেগাঁও (পূর্ব) এর সন্তোষ নগর এলাকায় স্যাটেলাইট টাওয়ারে চিকেন শর্মা খাওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
এ বিষয়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা বলেন, শুক্রবার এবং শনিবার বারোজন লোক খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ করেছিল। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে, অন্য তিনজনের চিকিৎসা চলছে।