সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী?
টুইট ডেস্ক : দীর্ঘ দিন ধরে ভারতের সংগীত জগতে রাজত্ব চালাচ্ছেন অরিজিৎ সিং। আজ তার জন্মদিন। তবে গায়ক নিজের জন্মদিনে যতই আড়ালে থাকুন না কেন, বিশ্বজুড়ে অরিজিৎ ভক্তরা দিনটি ঠিকই উদযাপন করছেন।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ এ গায়কের প্রেমের গল্প সিনেমার চিত্রনাট্যের মতো। অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় তার ছোটবেলার বন্ধু। কোয়েলের আগে অন্য একজনকে বিয়ে করেছিলেন এ গায়ক। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৪ সালে অরিজিৎ কোয়েলকে বিয়ে করেন। অরিজিতের মতোই কোয়েলেরও দ্বিতীয় বিয়ে ছিল। সেদিন কোয়েল প্রথম পক্ষের সন্তানকে নিয়েই অরিজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অরিজিৎ যখন মুম্বাইয়ে নিজের ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছেন তখন বিয়ে হয় কোয়েলের। সেই বিয়ে নাকি কোয়েলের বাড়ির লোক জোর করে দিয়েছিলেন।
তবে কোয়েল সেই দাম্পত্যে সুখী হতে পারেননি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পরিবারের পছন্দে মুর্শিদাবাদের একটি মেয়েকে বিয়ে করেন অরিজিৎ।
তবে গুঞ্জন আছে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে ২০১৩ সালে বিয়ে করেন তিনি। যদিও রূপরেখা কয়েক বছর আগে জানিয়ে দেন তিনি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন।
নলীনাক্ষ ভট্টাচার্যের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবন রূপরেখার। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমি দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, প্রথমে আমি গুরুত্ব দেইনি কারণ সেলেবদের সঙ্গে এটা ঘটেই থাকে।’
রূপরেখা বলেন, ‘কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে… আমি নিজেও গায়ক অরিজিত সিংয়ের ভক্ত। অরিজিত কাকে প্রথম বিয়ে করেছিল সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওঁর প্রথম পক্ষের বউ নই’।