সৌদি আরব ও আমেরিকায় ঈদ ১০ এপ্রিল
বিশ্ব ডেস্ক: সৌদি আরবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১০ এপ্রিল ঈদের ঘোষণা দিয়েছে দেশটি। একই দিনে আমেরিকাতে মুসলিমদের জন্য পবিত্র এই দিনটি পালন করা হবে।
সূত্র মতে, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরব চাঁদ দেখা কমিটি রোজা ৩০ টি হবে উল্লেখ করে দেশটিতে মঙ্গলবার রমজান শেষ হবে বলে ঘোষণা দিয়েছে। সৌদি আরব, আমিরাতসহ কয়েকটি দেশে ইতোমধ্যে ঈদের ছুটির ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবের মতো অস্ট্রেলিয়া ও কাতারেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফলে অস্ট্রেলিয়া ও কাতারেও ১০ এপ্রিল, বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে চাঁদ দেখা কমিটি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সভা শুরু করবে বলে জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন।
চাঁদ দেখা সাপেক্ষে সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। তবে মঙ্গলবার চাঁদ দেখা গেলে তার ব্যতিক্রম হবে।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।