দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা ভোটের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চার ধাপে উপজেলা ভোটের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে ২১ মে।
সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।
ইভিএম ও ব্যালট দুই পদ্ধতিতেই ভোট গ্রহণ হবে। ১৬১ উপজেলার মধ্যে নয় জেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলো ব্যালটের মাধ্যমে।
সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর মন্তব্য করে ইসি সচিব বলেন, মনোনয়নপত্র ও টাকা জমা দেওয়াসহ সবকিছু হবে অনলাইনে।
এদিকে দ্বৈত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হয়রানি ছাড়া প্রদান করতে কমিশন নির্দেশন দিয়েছে।
এর আগে গত ২১ মার্চ চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আট মে ১৫২ উপজেলায় ভোট হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সচিব অশোক কুমার দেবনাথ তখন জানান, তৃতীয় ধাপ ২৯ মে এবং সর্বশেষ চতুর্থ ধাপের ভোট হবে পাঁচ জুন।