দাঙ্গায় অভিযুক্ত ইমরান খানের দলের ৫১ নেতার কারাদণ্ড
টুইট ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ৫১ জন সমর্থককে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। গত বছর মে মাসে দুইটি সামরিক স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় তাদেরকে এ সাজা দেওয়া হয়।
গত বছর মে মাসের ৯ তারিখ তারা বেশকিছু সামরিক স্থাপনায় হামলা করে, এর মাঝে রয়েছে রাওয়ালপিন্ডির সেনা ঘাঁটি এবং ফয়সলাবাদের আইএসআই বিল্ডিং। খবর দ্য ডনের।
ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। গুজরানওয়ালা এলাকায় তাদের দলের একজন সমর্থক মারাও যান, আহত হন অনেক কর্মী এবং পুলিশ।
সেদিনের দাঙ্গা সংক্রান্ত করা মামলায় এই প্রথম কোনো রায় দেওয়া হলো। মামলার আসামিদের মাঝে রয়েছেন ওই দলের সংসদ সদস্য কলিমুল্লাহ খান।
এসব রায় দিয়েছে গুজরানওয়ালার অ্যান্টি টেরোরিজম কোর্ট। আদালত সূত্র থেকে জানা গেছে, এই ৫১ জনের প্রত্যেককে ১০ হাজার পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা দাবি করেন, দলটির দশ হাজারেরও বেশি সমর্থককে পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ার বিভিন্ন জেলে পুরে রাখা হয়েছে কোনো স্পষ্ট অভিযোগ ছাড়াই।
দলটির নেতা ইমরান খান নিজেও গত বছরের আগস্ট মাস থেকে জেলে রয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগে তিনটি মামলায় তাকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ২০০টির বেশি মামলা রয়েছে ইমরানের নামে।