বাইডেনের হাত-পা বাঁধা ছবি পোস্ট করলেন ট্রাম্প
টুইট ডেস্ক : একটি পিকআপ ট্রাকের পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাধা রয়েছেন, এমন একটি ছবি পোস্ট করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার লং আইল্যান্ডে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, পতাকা ও ডেকাল সম্বলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছে। দ্বিতীয় ট্রাকের পেছনে ছিল বাইডেনের ছবি।
ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, ছবিটি একটি পিকআপ ট্রাকের পেছনে ছিল, পিকআপটি হাইওয়ে দিয়ে যাচ্ছিল। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে শুধু ঘৃণ্য সহিংসতার ডাকই দেয়নি, তারা আসলে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
এক বিবৃতিতে বাইডেন ক্যাম্পেইনের মুখপাত্র মাইকেল টাইলার সিএনএনকে বলেন, আপনি যখন ‘রক্তস্নানের’ ডাক দিচ্ছেন, তখন আপনি এ ধরনের বাজে পোস্ট করেন।
ট্রাম্প নিয়মিতভাবে রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছেন। এখন সময় এসেছে ভোটাররা তাকে গুরুত্ব সহকারে নেবে। ৬ জানুয়ারি আমাদের গণতন্ত্র রক্ষায় যে ক্যাপিটল পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে, তাদের জিজ্ঞেস করুন। ভিডিওটির বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইউএস সিক্রেট সার্ভিস বলেছে, তারা প্রতিরক্ষামূলক গোয়েন্দা বিষয়ে মন্তব্য করে না।
মার্চের শুরুতে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তিনি যদি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তাহলে তা হবে অ্যামেরিকার অটো ইন্ডাস্ট্রি ও দেশটির জন্য ‘রক্তস্নান’।
ট্রাম্প অ্যামেরিকার বাইরে তৈরি গাড়ির ওপর ‘শতভাগ শুল্ক’ আরোপের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি নির্বাচিত হলেই কেবল দেশীয় গাড়ি উৎপাদন সুরক্ষিত থাকবে।
গত ডিসেম্বরে সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, অভিবাসীরা অ্যামেরিকার রক্তে বিষ মিশিয়ে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।