প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেবে সৌদি আরব, কে এই মডেল?
টুইট ডেস্ক : যা আগে কখনোই হয়নি তাই করতে যাচ্ছেন মডেল রুমি আলকাহতানি। সৌদি আরবে জন্ম দেওয়া ২৭ বছর বয়সী এই তরুণী নাম লেখাতে যাচ্ছেন ইতিহাসের পাতায়।
প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশ নেওয়ার বিষয়ে ইনস্টাগ্রামে নিজেই ঘোষণা দিয়েছেন এই মডেল।
এতে করে মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের নাম যুক্ত হতে যাচ্ছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল এরাবিয়া। এমন তথ্য প্রকাশ্যে আসার পর রুমিকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
এর আগে সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।
সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে রুমি আলকাহতানি বলেন, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।
পরবর্তীতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদির এই মডেল বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।
রিয়াদে জন্ম নেওয়া এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টে সৌদি আরবের হয়ে অংশ নেন তিনি।