ভারত থেকে সরে যেতে পারে আইপিএল এর শেষের অংশ

টুইট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২২ মার্চ। এই আসরের প্রথম ভাগের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।

আর এ ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। তবে আইপিএলের দ্বিতীয়ভাগ আয়োজন করা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

ভারতের লোকসভা নির্বাচনের কারণে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

আর এ কারণেই ভারতের বাইরে আইপিএল আয়োজন করতে হতে পারে। তবে সেটা এখনও নিশ্চিত নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবে আইপিএল কতৃপক্ষ।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছে, ‘ভারতীয় নির্বাচন কমিশন শনিবার বিকাল ৩টায় নির্বাচনের সময়সূচী ঘোষণা করবে। এরপর, বিসিসিআই সিদ্ধান্ত নেবে আইপিএল ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করা হবে কিনা।’

ভারতীয় গণমাধ্যমের সূত্রগুলো বলছে, এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরাতে বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা অবস্থান করছে। দুবাইয়ে আইপিএল হবে কিনা এই বিষয়ে সবুজ সংকেত পেলেই টুর্নামেন্টের বাকি অংশের সূচি ঘোষণা করবে বিসিসিআই।

এর আগেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করার নজির আছে। ২০১৪ সালের আসরটি হয়েছিল সাউথ আফ্রিকায়। করোনার কারণে ২০২০ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। পরের বছরও মধ্যপ্রাচ্যের দেশটিতে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগ হয়েছিল।