হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিল

টুইট ডেস্ক : ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর এবং বুকে সংক্রমণের কারণে তাকে মহারাষ্ট্রের পুনে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বর এবং বুকে সংক্রমণের চিকিৎসার জন্য সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে মহারাষ্ট্রের পুনে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

তার অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। এনডিটিভি বলছে, ৮৯ বছর বয়সী প্রতিভা পাতিলকে বুধবার পুনের ভারতী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘সাবেক প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুকে কিছু সংক্রমণের পাশাপাশি তার জ্বরও রয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার এই দেশটির শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন।