‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
বিশ্ব ডেস্ক: মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার জয়ী হয়েছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। শনিবার (৯ মার্চ) মুম্বাইয়ে ৭১তম মিস ওয়ার্ল্ড ২০২৪ এ মুকুট জয় করলেন। এই প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।
প্রতিযোগিতার ১২ সদস্যের বিচারক প্যানেল প্রতিযোগিতা শেষে ক্রিস্টিনা পিসকোভাকে জয়ী ঘোষণা করেন।
এই সময়ে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে ২০২২ সালের বিজয়ী, মিস ওয়ার্ল্ড ২০২২ পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা থেকে মুকুট নিয়েছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা।
ক্যারোলিনা ২০২২ সালের মার্চ থেকে এই মুকুটের মালিক ছিলেন কিন্তু সময়সূচী সংক্রান্ত জটিলতা কারণে, ২০২৩ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।
এই অনুষ্ঠানে রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নীতা আম্বানিকে তার দাতব্য কাজের জন্য মিস ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও একটি ভিডিও বার্তা দিয়েছেন।
২৮ বছর পর ভারতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।