পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে বাংলাদেশ নারী দল। সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। এখান থেকে জিতে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।

মিরপুরে তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন বাসনাই প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন জ্যোতি।

তিনি বলেন, ‘আমি বলবো যে ড্রয়ের দিকে চিন্তা-ভাবনা নেই। আমাদের হাতে এখনও বড় সম্ভাবনা আছে সিরিজটা জেতার। সবকিছু নির্ভর করছে ইতিবাচক ক্রিকেটের ওপর। সিরিজটা জিততে পারলে আমাদের জন্য বড় অর্জন হবে।’

জ্যোতি যোগ করেন, ‘একেবারে নতুন একটা দিন। মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। কারণ আমার কাছে মনে হয় গতদিন ম্যাচটা আমরা যেভাবে জিতেছি, অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ থাকবে। আমরা আরও ভালো ক্রিকেট খেলে যেন সিরিজটা জিততে পারি।’