ঠাকুরগাঁওয়ে আগুনে ৭২টি ঘর পুড়ে, ৩১ পরিবার নিঃস্ব
ছবি : সংগৃহীত
টুইট ডেস্ক: ঠাকুরগাঁও সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭২টি ঘর। ঠাকুরগাঁও রুহিয়া থানার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিঃস্ব হয়েছে ৩১ পরিবার।
আটোয়ারি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে এই ঘটনা ঘটতে পারে কয়েল বা গোয়াল ঘরের ভূতি (মশা তাড়ানোর ধোয়া) থেকে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শোয়ারঘর, গোয়ালঘর, খড়েরঘর ও রান্নাঘর পুড়ে গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধারকাজ শুরু করি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া সব পুড়ে গেছে। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবে বলে আশ্বস্ত করেছে।