পিটিআইর নেতৃত্বে পাকিস্তানে ‘জনরায় চুরির’ বিরুদ্ধে ২ মার্চে বিক্ষোভ
বিশ্ব ডেস্ক: নির্বাচনে জনরায় চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছে পিটিআই। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শের আফজাল মারওয়াত জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ২ মার্চে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই।
পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ হবে।
শের আফজাল আরও বলেছেন, ২ মার্চ রাজধানী ইসলামাবাদে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ হবে। তিনি ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেবেন।
ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন ইমরান। পাকিস্তানের জনগণকে ২ মার্চের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শের আফজাল।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়।
নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরিষদে ভোটের ফল প্রকাশিত হওয়া ২৬৪টি আসনের মধ্যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
পিএমএল-এন, পিপিপিসহ কয়েকটি দল মিলে কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
নির্বাচনে জনরায় চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছে পিটিআই। এদিকে জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। সংবিধান অনুযায়ী অধিবেশন ডাকার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। শেষ পর্যন্ত তাঁকে পাশ কাটিয়ে গত সোমবার রাতে অধিবেশন আহ্বান করেন স্পিকার রাজা পারভেজ আশরাফ।
নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরিষদে ভোটের ফল প্রকাশিত হওয়া ২৬৪টি আসনের মধ্যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
পিএমএল-এন, পিপিপিসহ কয়েকটি দল মিলে কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
এদিকে জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে কাল বৃহস্পতিবার। সংবিধান অনুযায়ী অধিবেশন ডাকার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। শেষ পর্যন্ত তাঁকে পাশ কাটিয়ে গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অধিবেশন আহ্বান করেন স্পিকার রাজা পারভেজ আশরাফ।