রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৩১ হাজার ইউক্রেন সেনা নিহত: জেলেনস্কি
বিশ্ব ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে, ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ান সেনা মধ্যে চলমান যুদ্ধে প্রায় ২ বছরে প্রায় ৩১ হাজার ইউক্রেন সেনা সদস্য নিহত হয়েছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, রোববার (২৫ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি।
যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে নিহত সেনা সদস্যের সংখ্যা উল্লেখ করা হল। তবে জেলেনস্কির দাবির স্বপক্ষে এখন পর্যন্ত নিশ্চিত কোন প্রমান পাওয়া যায়নি।
যুদ্ধে সেনা নিহতের পরিমাণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘‘এটি আমাদের জন্য বড় ক্ষতি।’’
তিনি আরও বলেছেন, ‘‘রাশিয়া তথ্য পেয়ে যুদ্ধ পরিকল্পনায় ব্যবহার করতে পারে এমন আশংকায় আহত বা নিখোঁজ সেনা সদস্যের সংখ্যা প্রকাশ করছি না।’’
ইউক্রেনের সামরিক বাহিনী এবং রাশিয়ার সেনা মধ্যে বৃহত্তর যুদ্ধ চলমান। বর্তমানে প্রায় ৬০০ মাইল ফ্রন্ট লাইন যুদ্ধে ইউক্রেন সেনারা রাশিয়ার থেকে বেশ দুর্বল অবস্থানে থাকার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট এ তথ্য প্রকাশ করলেন।