মুশফিকের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন সালাউদ্দিন
টুইট ডেস্ক : মুশফিক হাসান নামটার সাথে অনেকে পরিচিত। তবে তার সংগ্রাম আর পরিশ্রমের গল্প অজানা অনেকেরই। অবশ্য সেই পরিশ্রমের ফলও পেয়েছিলেন গেল বছর।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও মাঠে নামা হয়নি। এরপর থেকেই আছেন জাতীয় দলের রাডারে। চলতি বছর বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। টুর্নামেন্টে উড়তে থাকা রংপুরকে থামিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন। ম্যাচ শেষে দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রশংসায় ভাসিয়েছেন মুশফিককে। শুরুটা করেন তার মানসিক শক্তির কৃতিত্ব দিয়ে।
সালাউদ্দিন বলেন, ‘মুশফিককে আমি বলব মানসিক শক্তির জন্য তাকে কৃতিত্ব দিতে হবে। যেখান থেকে সে শুরু করেছে একটা ওভারই করেছিল অনেক রান দিয়ে দিয়েছে।
সেখান থেকে আবার নতুন করে কামব্যাক করা একটা ছেলের জন্য খুব কঠিন। চেষ্টা ছিল অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে সে শিখতে পারছে অনেক।
তার অনেক শেখার ইচ্ছা আছে সে ভালো করতে চায়। নতুন ছেলেকে ব্যাকআপ করাটা আমাদের দায়িত্ব। শেষ ২ ম্যাচ খুবই ভালো বোলিং করেছে। যেভাবে প্ল্যান ছিল সেভাবেই বোলিং করেছে। তার ভবিষ্যত ভালো আছে। তাকে প্রতিনিয়ত শিখতে হবে।
এদিকে প্রতিবছর বিপিএলে তরুণদের অগ্রধিকার দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি তো নরমালি চেষ্টা করি নতুন কোনো ছেলেকে নিয়ে এসে তাকে ব্যাক করার জন্য। এই কারণে মনে হয় কুমিল্লাতে সম্ভবত অনেক ছেলে আমরা পেয়ে যাই কুমিল্লা থেকে। এটা একেবারে প্রথম থেকেই হয়ে আসছে।
যেহেতু আমি অনেক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাই কুমিল্লাতে সেজন্য হয়ত সেই সুযোগটা আমার হয়ে যায়। অন্যান্য দলে আমি জানি না কীভাবে হয়।
কিন্তু কুমিল্লাতে আমার এই সুযোগটা আছে। প্লেয়াররা, মালিকপক্ষও সবাই আমাকে সাপোর্ট করে। এই একটা কারণে হয়ত আমি নতুন অনেক প্লেয়ারকে দেখার সুযোগ পাই।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমি যখন কাউকে নেই অনেক চিন্তাভাবনা করেই নেই। (মাহিদুল ইসলাম) অঙ্কনকে আমরা গত ২টা বছর কিন্তু আমরা খেলাইনি এই বছর কিন্তু সে সুযোগ পাচ্ছে। জাকের (আলী অনিক)ও।
আমি চেষ্টা করি যে যেখানেই খেলে সে যেন তার দায়িত্বটা পালন করতে পারে। এটার জন্য আমরা আরও ২ বছর ওয়েট করতে পারব। এটলিস্ট সে যেন একটা এস্টাবলিশড প্লেয়ার হয়ে তারপর যেন সে খেলাটা বুঝে।
অঙ্কন এবং জাকেরকে নিয়ে উচ্চাশাই দেখালেন দেশসেরা কোচ সালাউদ্দিন, ‘অঙ্কন এবং জাকের আমাদের দেখা বেশ ভালো খেলছে। দল যেই রোল চাই সে রোলটা তারা ঠিকভাবে পালন করছে।
আমি হয়ত একবার বলসিলাম ছেলেদের একটু কমনসেন্স কম আছে। কিন্তু এখন ছেলেরা শিখছে। আরও হয়ত শিখবে। ইনশাল্লাহ আরও ভালো করবে সামনে।’