সন্ধ্যার পর দুই ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন সন্ধ্যার পর দুই ঘণ্টার ব্যবধানে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) ঢাকা ও গাজীপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সন্ধ্যা ৬টার দিকে গজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার এমসি বাজারে শর্মিলী পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।
এদিকে, পুরান ঢাকার তাঁতিবাজারে আকাশ পরিবহনের একটি বাসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। এর পৌনে এক ঘণ্টা পর বনানী এলাকায় কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।