এবার ক্যানসার চিকিৎসায় অ্যাপোলোর নতুন সাফল্যের দাবি
টুইট ডেস্ক : ভারতের প্রথম বেসরকারি হাসপাতাল হিসাবে ইতিমধ্যেই ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ‘কার টি সেল’ থেরাপি শুরু করেছিল অ্যাপোলো ক্যানসার সেন্টার।
এবার ভারতের তৈরি ‘কার টি সেল’ প্রকল্পও শুরু করে দিল তারা। যা ১৫ বছর বা তার বেশি বয়সের রোগীদের মধ্যে বি-সেল লিম্ফোমা এবং বি-অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চিকিৎসা করবে।
অ্যাপোলো ক্যানসার সেন্টারের সিনিয়র চিকিৎসক অনুপম চক্রপানি বলেন, ‘কার-টি সেল থেরাপির মাধ্যমে সাফল্যের সঙ্গে বাণিজ্যিকভাবে তিন জন রোগীর চিকিৎসা শেষ হয়েছে।
এই কেসগুলো কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে থাকা রোগীদের জন্য নতুন আশার আলো। বাইরে থেকে আমদানি করা ওষুধের সঙ্গেই আমরা এখন রোগীদের এ দেশে তৈরি থেরাপির মাধ্যমে চিকিৎসা করতে পারছি। ’
অ্যাপোলো ক্যানসার সেন্টারের আরেক সিনিয়র চিকিৎসক রজত ভট্টাচার্য বলেন, ‘কার টি সেল থেরাপির সফল বাস্তবায়ন ভারতের ক্যানসার চিকিৎসার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক।
এই পরিস্থিতির সঙ্গে যারা লড়াই করছেন, তাদের মধ্যে নতুন জীবনের আশা এবং সম্ভাবনার সঞ্চার করবে এই থেরাপি। এটাই আমাদের সাফল্য।’
অ্যাপোলো ক্যানসার সেন্টারের সিইও রানা দাশগুপ্ত বলেন, অ্যাপোলো ক্যানসার সেন্টারগুলো ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় কৃতিত্ব অর্জন করতে সমর্থ হয়েছে।