গ্র্যামির স্টেজে নতুন অ্যালবামের ঘোষণা সুইফটের
বিশ্ব ডেস্ক: পপ তারকা টেইলর সুইফট সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার গ্রহণের সময় তার নতুন এ্যালবাম ‘‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’’ মুক্তির তারিখ ঘোষণা করেন। ১৯ এপ্রিল অ্যালবামটি মুক্তি দেয়া হবে বলে জানান তিনি।
সুইফট পুরস্কার গ্রহণের সময় তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এটি আমার ১৩তম গ্র্যামি। আমি কখনও বলেছি কিনা জানি না তবে ১৩ সংখ্যাটি আমার জন্য শুভ।’
তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় অ্যাকাডেমির সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, তাকে ভোট দিয়ে মনোনীত করার বিষয়টি সরাসরি তার ভক্তদের আবেগের প্রতিফলন।
সুইফট উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমি গত দুই বছর ধরে আমার নতুন অ্যালবামের বিষয়টি গোপন রেখেছি।’ গোপন কথাটি প্রকাশের মাধ্যমে আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। ‘কথাটি হল, ‘আমার নতুন অ্যালবাম দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে।’
টেইলর পুরস্কার গ্রহণের পরপরই অ্যালবামের কভার ফটো ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করেছেন।
সেরা পপ ভোকাল ছাড়াও এবারের আসরের সেরা অ্যালবাম ‘মিডনাইটসের’ মাধ্যমে চার বার গ্র্যামি জিতে ইতিহাস গড়েছেন টেলর সুইফট।