ইয়েমেনে রেড সিতে গ্রিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

রেড সিতে পণ্যবাহী জাহাজ । ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক: ইয়েমেনের উপকূলে ‘রেড সি’তে মঙ্গলবার (১৬ জানুয়ারি) একটি পণ্য বহনকারী গ্রিক মালিকানাধীন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাম্ব্রে।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জোগ্রাফিয়া নামের জাহাজটিতে তৃতীয় হামলার ঘটনা।

এদিকে, আমেরিকা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে বিবিসিকে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। সবশেষ আমেরিকান অভিযানে কী ধরনের হামলা হয়েছে তা এখনো জানা যায়নি।

‘রেড সি-তে জাহাজ চলাচলে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার পর ১১ জানুয়ারি আমেরিকা ও বৃটেইন কয়েক ডজন হুথি লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে।

মঙ্গলবারের ঘটনাটি ঘটেছে যখন মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা গত সপ্তাহে একটি অভিযানের সময় হুথিদের জন্য আবদ্ধ ইরানী সরবরাহ করা অস্ত্র বাজেয়াপ্ত করেছে।