তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে স্কুল বন্ধের নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

টুইট ডেস্ক: দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে ব্যাহত হচ্ছে জনজীবন। তীব্র শীতে কাঁপছে বাংলাদেশ। টানা শৈত্যপ্রবাহে বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। এ কারণে শীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

চলমান শৈত্যপ্রবাহে বাংলাদেশের একটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে, অঞ্চলিক শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক স্কুলগুলোকে বন্ধ রাখতে পারবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসের ওপর নির্ভর করে ডিডিদের এ সিদ্ধান্ত নিতে হবে। এ সম্পর্কে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি জানান।

পূর্বে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বোচ্চ তাপমাত্রা হলেই মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের মাধ্যমে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে অনুমতি দিয়েছিল। তবে এ সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে মহাপরিচালক।