বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিং-এর এক জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য।

বিকেলে কারওয়ান বাজার বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।

জরিপ অনুসারে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩.২ শতাংশ মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সেই সম্ভাবনা তুলে ধরা হয় জরিপে।

আগামী সরকার প্রধান হিসেবে ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে ৪৭.৬ শতাংশ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে ২২.৫ শতাংশ, এছাড়া ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে এগিয়ে রেখেছেন।

গণভোটে ৬০ শতাংশ মানুষ হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে চায়। তবে এ বিষয়ে অজ্ঞ মানুষের সংখ্যা ২২ শতাংশ। জরিপে উত্তর দেননি ২২.২ শতাংশ মানুষ। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।