শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হয়ে তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মন্তব্য করেন, “তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”
সাক্ষাৎকালে শহীদ আবু সাঈদের দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন, রংপুর অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের বিষয় তুলে ধরেন। তারা কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন দাবির কথা জানান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিএনপি চেয়ারম্যানের সহায়তা কামনা করেন।
এরপর তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ২টার দিকে তিনি বগুড়া থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্বাচনী পথসভায় অংশ নেন।






