বিসিবি পরিচালকের ফিক্সিং অভিযোগের তদন্ত শুরু, যা মিলেছে

টুইট ডেস্ক: সদ্য সমাপ্ত বিপিএলে এবার ফিক্সিং প্রসঙ্গে বেশ প্রতিবাদী ভূমিকায় ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মাঝেও বিসিবির পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকু) প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিঠু বলেন, ‘ফিক্সিং বা আকুর ব্যাপারে এবার আমরা একদম কড়াকাড়িতে ছিলাম। যতটা সম্ভব ছিল সেভাবে কাজ করা হয়েছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যতটা সর্বোচ্চ পর্যায়ে কাজ করা হয় সেভাবে করা হয়েছে। এখান থেকে একটা জিনিস বের হয়েছে, এক ভদ্রলোক, বিসিবি পরিচালকের ফোন কনভারসেশন বের হয়েছে।’
আকুর তদন্তে কোনো কমতি থাকবে না এবং লুকোচুরির সুযোগ নেই বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘তিনি এখানে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নাকি চেষ্টা করেছেন এটা তো আমাদের ব্যাপার না। এটা অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে। মার্শাল তা নিয়ে তদন্ত করছে। আমাদের এটুকু সময় দিতে হবে। এরপর মার্শাল কামব্যাক করবে (তদন্ত নিয়ে)। এখানে তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। আমাদের যে ২৫ জন পরিচালক আছে। দোষী প্রমাণিত হওয়ার আগপর্যন্ত তো একরকম ধারণা। আমি বলতে চাই, এখানে কোনো লুকোচুরি থাকবে না।’
সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান। অডিট কমিটির চেয়ারম্যান পদেও দায়িত্বরত ছিলেন শামীম। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা’ই লক্ষ্য বলে জানান। একইসঙ্গে পদত্যাগ মানেই ‘দায় স্বীকার নয়’ বলেও উল্লেখ করেন শামীম।






