সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে ক্যচুপাড়ায় বিজিবির সভা

নির্বাচন সামনে রেখে ক্যচুপাড়ায় বিজিবির গণসংযোগ
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগ সভা করেছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এ গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও–৩২২ সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগ সহকারে শোনেন।
এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
সভায় বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা ও স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের গণসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করবে।






