নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

ভোট চুরির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান বিএনপি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই—এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ভোট চুরির সঙ্গে জড়িত একটি পক্ষ ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। তবে আরেকটি পক্ষ এখনো নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। গত ১৫ বছর এই দুই পক্ষ ভেতরে ভেতরে একসঙ্গে ছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “একটা পালাইছে, আরেকটা এখনো ষড়যন্ত্র করছে।”
ভোটের দিনের করণীয় তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা জামাতে নামাজ আদায় করবেন এবং অন্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হবেন। সকাল সাতটায় ভোটকেন্দ্র খোলার সঙ্গে সঙ্গেই ভোট দেওয়া শুরু করতে হবে। কোনোভাবেই দেরি করা যাবে না। ভোটকেন্দ্রে দীর্ঘ সময় লাইন স্থির থাকলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সে সময় খালি ব্যালট বাক্স দেখিয়ে পরে ভরা বাক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না।
নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালু করা হবে, যাতে সহজে কৃষিঋণ পাওয়া যায়। পাশাপাশি আমসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং রাজধানীতে দ্রুত পরিবহনের জন্য রেললাইন নির্মাণ করা হবে।
যুব সমাজকে খেলাধুলায় ফেরানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। এসব উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি নওগাঁবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার আদায়ের আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। তাদের ত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।






