আজ উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনি প্রচার শুরু তারেক রহমানের

ছবি: নিজস্ব

সিলেট থেকে শুরু হওয়া ধারাবাহিক নির্বাচনি সফরের অংশ হিসেবে রাজশাহী, নওগাঁ, রংপুর ও বগুড়ায় একাধিক জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনি প্রচারাভিযান শুরু করছেন। সিলেট থেকে শুরু হওয়া ধারাবাহিক নির্বাচনি সফরের অংশ হিসেবে এবার তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের একাধিক জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বিএনপি চেয়ারম্যান কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর ২টা ০০ মিনিটে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে নওগাঁর এটিএম মাঠ, কাজীর মোড়ে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি। পরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। রাত ৮টা ৩০ মিনিটে বগুড়ার রাজীবিয়ান হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন তারেক রহমান।

৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাত ৯টা ০০ মিনিটে তিনি পুনরায় বগুড়ার রাজীবিয়ান হোটেল নাজ গার্ডেনে ফিরে অবস্থান করবেন।

৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) দুপুর ২টা ০০ মিনিটে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। পরে বিকেল ৪টা ০০ মিনিটে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি। সফর শেষে রাত ৮টা ০০ মিনিটে গুলশানে নিজ বাসভবনে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, তিনদিনের এই সফরকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার রাজীবিয়ান হোটেল নাজ গার্ডেনে দুই রাত অবস্থান করবেন।

উল্লেখ্য, তারেক রহমান এর আগে ২২ জানুয়ারি সিলেট, ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনি প্রচারাভিযান চালান। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিনি মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

দীর্ঘ ২২ বছর পর দলের প্রধানকে সরাসরি স্বাগত জানাতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।