ভোটারদের টাকা বিতরণের অভিযোগ, ভিডিও ভাইরাল

টুইট ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন। এই সময় স্থানীয়রা ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ৫০০ ও ১,০০০ টাকার নোট দেখাচ্ছেন এবং দাবি করছেন, ভোটের জন্য টাকা বিতরণ করা হয়েছে।

ঘটনায় জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ঘটনাটি নিন্দাজ্ঞাপন করেছেন এবং দোষীদের শাস্তির দাবি করেছেন।