প্রকৃত সত্য প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। সরকার গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছাতে চায়, তাই সবার গণমাধ্যমবান্ধব হওয়া প্রয়োজন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা-২০২৫’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।





