রংপুরে ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার

তারাগঞ্জে সেনাবাহিনী–হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, কাগজপত্রবিহীন যানবাহনে জরিমানা।
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়ক শৃঙ্খলা জোরদারে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার পুরাতন চৌপতি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে যানবাহনের কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন প্রতিপালন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী।

ছবি: নিজস্ব
অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫০টির বেশি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. তৌফিকুর রহমান। অভিযানে তারাগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা ও সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ চলাচল বা অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে মোটরসাইকেল চালকসহ সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
কর্তৃপক্ষের আশা, এসব অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।






