বান্দরবানে নিরাপদ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি

বান্দরবান–৩০০ আসনে নির্বাচনী উত্তাপ, উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতিতে প্রচারণা।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র সংসদীয় আসন বান্দরবান–৩০০-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। প্রতীক বরাদ্দের পর থেকে সব প্রার্থী মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। পাহাড়ি জনপদ থেকে শহর, বাজার, পাড়া-মহল্লা—প্রত্যেক জায়গাতেই চলছে গণসংযোগ, মতবিনিময় ও মাইকিং।
বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি পাহাড়ি ও বাঙালি ভোটারদের একত্রিত করার মাধ্যমে উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির জেলা সদস্য সচিব ও সাবেক পৌরমেয়র মো. জাবেদ রেজা এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন দুর্গম এলাকার মানুষের সমস্যা বোঝার ও সমাধানের বার্তা দিচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীও উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭।
নির্বাচনী পরিবেশ সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন, নির্বাচন আইন ও আচরণবিধি মেনে চলার তদারকি করছেন। পাহাড়ি জনপদে রাজনৈতিক উত্তাপ বাড়লেও, ভোটারদের মধ্যে আগ্রহও লক্ষণীয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রার্থীদের উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যা নির্বাচনী উত্তাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, বান্দরবান–৩০০ আসনে প্রতিযোগিতা তীব্র হলেও ভোটাররা সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও স্থানীয় নেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






