থানচির দুর্গম এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পরিচালিত এই বিশেষ ক্যাম্পেইনে ১০০ জনেরও বেশি অসহায় পাহাড়ি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, আলীকদম ও থানচির অন্যান্য দুর্গম বিওপি এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মানবিক কার্যক্রম সম্পর্কে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, “বিজিবি শুধু সীমান্ত প্রহরী হিসেবেই নয়, সীমান্ত এলাকার মানুষের বিপদে-আপদে প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকতে চায়। দুর্গমতার কারণে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।”
তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড পাহাড়ি ও বাঙালি সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। মানুষের আস্থার প্রতীক হিসেবে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান, কার্বারি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






