নির্বাচন উপলক্ষে টানা ৫ দিনের ছুটি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী আদেশে সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা।
টুইট ডেস্ক: নির্বাচন ঘিরে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এর আগে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি হিসেবে ৯ ফেব্রুয়ারি শুক্রবার ও ১০ ফেব্রুয়ারি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত বন্ধ থাকবে। ফলে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সাধারণ মানুষ।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে এই ছুটির ব্যবস্থা করা হয়েছে।
তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান—যেমন হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ছুটির আওতার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী সময়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।






