ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তায় বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র–ভারতের ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরা হয়েছে।

টুইট ডেস্ক: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ যুক্তরাষ্ট্র দূতাবাস ভারত (@USAndIndia) থেকে প্রকাশিত এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বলেন,
“মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি ভারতের সরকার ও জনগণকে তাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি ঐতিহাসিক বন্ধন রয়েছে।”

এই শুভেচ্ছা বার্তায় দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা বহন করে, বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চল, প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার প্রেক্ষাপটে।

প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। দিনটি প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য দুই দেশের কৌশলগত অংশীদারত্বের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।