ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে: তারেক রহমান

ছবি: সংগৃহিত

কুমিল্লা অঞ্চলে খাল খনন প্রকল্প নেওয়ার ঘোষণা, কৃষি ও জনকল্যাণে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত।

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ গঠন করা হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে—ইনশাআল্লাহ।”

একই সঙ্গে তিনি কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়নে ব্যাপক খাল খনন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, কুমিল্লা অঞ্চলে অসংখ্য খাল রয়েছে, যা কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। “আমরা কৃষি কাজের জন্য খাল খনন প্রকল্প হাতে নেবো। এ অঞ্চলে সবাইকে নিয়ে খাল খনন করবো,”—বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বিএনপির অতীত শাসনামলের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখন নারীদের শিক্ষাব্যবস্থা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে করা হয়েছে। কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা কৃষিঋণ প্রদান এবং দশ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফের ব্যবস্থাও করা হয়েছিল। “এ ছাড়া বিএনপি আরও বহু জনকল্যাণমূলক কাজ করেছে,”—যোগ করেন তিনি।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্য দলগুলো অনেক কথা বলেছে। তারা যা-ই বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না।” জনসভায় উপস্থিত বিপুল জনসমাগমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আপনারা এখানে লাখো মানুষ উপস্থিত আছেন। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করেন, আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব।”

বিএনপির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই দলের মূল লক্ষ্য। “জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, আমরা সেটাকে অন্তত ২০ শতাংশে নিতে চাই। ধীরে ধীরে ১০০ শতাংশে যেতে হবে। কিন্তু ২০ শতাংশ হলেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব,”—বলেন তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে কুমিল্লা ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।