একনেকে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

টুইট ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৫ জানুয়ারি ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধিপ্রাপ্ত ৫টি রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বৃদ্ধি, অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা এবং রুশ কর্মী আবাসন সম্প্রসারণ অন্তর্ভুক্ত। এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল, পরিষ্কার বায়ু প্রকল্প অনুমোদন পেয়েছে। মেয়াদ বৃদ্ধি পেয়েছে চট্টগ্রামের লালখান বাজার-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দর রানওয়ে ও দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্প।